কবিতা

এখন তুমি

এখন তুমি
-সঞ্জিত মণ্ডল

 

 

জীবনের গ্রীণরুমে তোমার পিছনে পিছনে,
যেতে যেতে একবার ভাবি,সোনামন বলে যদি
ডাকি, থমকে দাঁড়াবে তুমি নাকি!
জেনেছ কি জানো নাই, সাড়া দেবে ভাবি নাই
তাই ডাকা হয় নাই সেদিনে।৷
তুমি ঘেমেছিলে, চড়া রোদ্দুরে, পিঠে হাত
দিই নিকো তাই। সংসার মেরেছে কত ছ্যাঁকা
তাই তুমি একা একা, দগদগে দাগ নিয়ে ঘুরেছ সদাই ।
এ আমার দৃঢ় বিশ্বাস, সংসারের যত ক্লান্তি যত অবসাদ, তোমার শরীরে ফেলে যায় দীর্ঘশ্বাস।
তোমার লালিম ঠোঁটে কত রক্ত জমে আছে
পুরানো দিনের কথা করে হাহুতাশ।
হাতের তালুটা শক্ত, নেই কোনো তুলতুলে ভাব
কী কঠিন লড়েছ লড়াই হাতে সেই কষ্টের দাগ।
যত বোঝা নিয়েছ পিঠেতে, শিরদাঁড়া তাই
গেছে বেঁকে, তবু মুখে হাসিটি সলাজ।
সব বুঝি তবুও অবুঝ হয়ে যাই,
হাত পা রয়েছে বাঁধা,কোনো কিছু করার যে নাই
কত ফাঁকি পড়েছ জীবনে, হাড়ভাঙা খাটুনির গানে, বোঝা বয়ে মরেছ সদাই।
কষ্ট হলেও প্রতিরাতে কামক্ষুধা মিটিয়েছ
অগৌরব সাথে,প্রেমহীন নগ্ন বলাৎকারে
কষ্টটা সয়েছ একাই।
তবুও তোমার হাসি মুখ, পৌষের মিঠে রোদ্দুর
দূর থেকে তাই চেয়ে রই, মুখফুটে বলিনা কিছুই।
ভালোবাসা সেই কবেকার,
হঠাৎ দেখায় জন্ম নেয় সে আবার।
সেই প্রেম জেনো মিছে নয়,সেই ছিল প্রথম প্রণয়। পরকীয়া জানিনা কেমন
কিশোর বয়সে তুমিই ছিলে যে প্রথম।
কত ডাক ডেকেছি তোমাকে,
ঝড় ওঠেনি কোনো, সেই দাগ পড়েনি মনেতে,
চোখে চোখ রেখেছিনু তাই ,
ঝাঁপিয়ে পড়নি আজও বুকে।
আমি খুঁজে খুঁজে ফিরি তাই, আছোটা কেমন,
কথা তুমি দিয়েছিলে পরে, তবু পর হয়েছ এখন।।

Loading

One Comment

Leave a Reply to Sanjit MandalCancel reply

You cannot copy content of this page