কবিতা

রাত

রাত
-পলি ঘোষ

অমর একুশে চোখ বন্ধ করে দেওয়া অনু পরমাণু বোমা ।
অমিত আহমেদের আঁকা বাঁকা চাঁদ উঠেছে
ফুল ফুটেছে তার জন্য অপেক্ষা ।
আজ আমার জীবনের সবচেয়ে প্রিয়
একজন মানুষকে অনেক কিছু কথা
বলে জেনে শুনে খুশি হলাম ।
এখন দেখি মুগ্ধ হয়ে চাঁদের আলো।
মনে হচ্ছে আমার স্মৃতিগুলো আমায় উপহার
দেওয়ার জন্য অনুরোধ করছে বারবার।
আমি সাগর পানে চেয়ে চেয়ে রই সারা নিশি রাতে।
আমি তখন কাব্য লিখি অনুরাগের আঁচে
জ্বলছে সেই আগুনে পুড়ে পরশ পাথর হয়ে
নিজেই নিজেকে নিজের কাছে খুব খুশির দিন ধরে রাখতে পারি।
আজ আকাশে বাতাসে লাশের গন্ধ পাই
দেখা যায় ভালোবাসার টানে তুলির টানে
নতুন রঙে রাঙিয়ে যাওয়ার জন্য অপেক্ষা।
আমি আজ আমার মনের দুয়ারে দুয়ারে এসে
তোমার অপেক্ষায় রইলাম একা একা বসে।
আজ মনের মাঝে দেখছি আমি তাই
নতুন করে কালবৈশাখী নাচন।
রাত জেগে থাকা সত্ত্বেও ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে
আমার মনের ভিতর চাপা কষ্ট বুকে চেপে ধরে
পুজো করে মৃদু হাসির জন্য অপেক্ষা আছি।
আজ তুমি প্রিয় আসবে বলেই ঈশান গগনে
অমৃত বাণী নিভৃতে অভিমানে কেঁদে কেঁদে
চোখের জলে ভেজা গোলাপের পাপড়িগুলো
শুভেচ্ছার জন্য রেখে গেলাম।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>