মিছিল
-নীলোৎপল সিকদার
এই যে কত কত আমজনতার
কতবার কত রূপে রাজপথ
কাঁপিয়ে দুরন্ত দাবী আদায়ের মিছিল
এগিয়ে যায়
এই যে জ্বালাও পোড়াও রক্ত মিছিল
তা কতটুকু আদর্শ নীতি নৈতিকতা মেনে চলে
কতটুকু পরিস্কার ধারণা সম্মত
আজ প্রতিটি মানুষের বিবেক
কঠিন প্রশ্ন তুলেছে- এ মিছিল কি
ব্যক্তিস্বার্থে না সার্বজনীন দাবী আদায়ের!
প্রশ্ন উঠেছে এই স্থুল কামনা বাসনা পুরণে
কতটুকু শান্তি নেমে আসবে পৃথিবীতে
কতটুকু মুক্তি দিবে অসহায় শোষিত
নির্যাতিত অধিকারহীন মানুষকে
প্রশ্ন উঠেছে…
প্রশ্ন উঠেছে নীতি আদর্শ মুল্যবোধ মর্যাদা বোধ
মিছিলকারীদের মনে কতটুকু আছে
কতটা পারবে তারা নৈতিকতায়
ফিরিয়ে আনতে মানব জীবন ব্যবস্থা
প্রশ্ন উঠেছে…
অতীত আন্দোলন সংগ্রামে অর্জিত স্বার্থ সম্পদ
কয়টি মানুষ ভোগ করছে
কয়টি মানুষ সুবিধা পাচ্ছে
প্রশ্ন উঠেছে
না কিছু মহান মানুষের রক্তের বিনিময়ে
আদায়কৃত সুফল কতিপয় স্বার্থবাদী সুবিধাবাদী
পরম আহ্লাদে অন্যদের দেখিয়ে দেখিয়ে
কৌশলে ভোগ করছে
এই সব প্রশ্ন আজ দেখা দিয়েছে…
তাই মনে হয় যতদিন সুশিক্ষায়
নীতি নৈতিকতায় মানুষের বোধ
গড়ে না উঠবে
যতদিন উন্নত সৎ মানুষ না হবে
ততদিন কোন মিছিল আন্দোলনে
প্রাপ্ত সুফল সকলে সমান ভোগ করতে পারবে না…