কবিতা

নির্জনে ঢাকা…

নির্জনে ঢাকা…
-সত্য দেব পতি

 

 

অপেক্ষার সকাল শেষ হবেনা কোনোদিন,
হেমন্তের শিশিরে বিধৌত জীবন মরুর বালিয়াড়ি…
কূলহীন প্রবহমান জীবনের গতিপথ।
ঘন কুয়াশাবৃত অদুর পথে ধূঁয়াশা চাদর,
ব্যাকুল করা বিশ্বাসের বাতাসে মিলনের অঙ্গীকার – – –
অঘ্রাণের সোনা ঝরা রোদে হাসছে মাঠ ভর্তি সোনার ফসল,
অপার মুগ্ধতা নিয়ে কাস্তে হাতে চাষীদের। মহোৎসব।
একাগ্রতা নিয়ে তারা চলে সামনের লক্ষ্যে জয় করতে চায় জিবনের সব অনুর্বরতা,
সারাদিনের খাটুনি শেষে বিকেলের সূর্য্যের মতো বাড়ী ফেরা এটাই নিয়ম…
আকাশে আঁধারের ঘন্টা হলেই তুলসী তলায় জ্বলে সন্ধ্যা প্রদীপ,
মাঙ্গলীক শঙ্খধ্বনিতে উৎরোলিত হয় গ্রাম প্রান্তর।
মিট মিটে দীপক আলো আবছাতে শুরু হয় রাতের জীবন,
শীতল বাতাসের স্পর্শ নিয়ে কখন যে ঘুমিয়ে পড়ে বুঝতেই পারেনি কখনো–
পেরিয়ে যায় আরও একটি নির্জন রাত,
সমস্ত মান অভিমান ভুলে আবার সকালের অপেক্ষা করে এক বুক সুপ্ত বাসনা নিয়ে,

57 total views , 1 views today

3 Comments

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>