কবিতা

দেখো তো চিনতে পারো কিনা

দেখো তো চিনতে পারো কিনা
-ছন্দা সাঁতরা

 


মন চেনো আমায়?
আমি প্রভাতী,
আমি রাগিণী,
আমি গোধূলি,
আমি মৌলি,
আমি মৃত্তিকা,
আমি কানায় কানায় অবহেলিতা।

মন চেনো আমায়?
আমি প্রকৃতি,
আমি ধরিত্রী,
আমি ধবংস,
আমি সৃষ্টি,
আমি শ্রাবণের ঝরে পড়া অঝোর ধারে বৃষ্টি।

মন চেনো আমায়?
আমি কত অসহায়,
আমি লড়তে পারি,
সইতেও পারি,
ভালোবাসা দিয়ে
হৃদয় ভরাতে পারি,

তবু পদদলিত হতে হয় যখন তখন
এখনো আমার নিরাপত্তা নেই,
তাই রোজ হয় আমার ধর্ষন,

এবার চিনতে কি পারলে তুমি আমায় মন?
আমি কে? আমি কেমন?

Loading

Leave A Comment