কবিতা

দূর্বা

দূর্বা
-নৃপেন্দ্রনাথ মহন্ত

 

 

হলুদ হয়ে যাওয়া বিবর্ণ শরীর দেখে
ভেবো না আমরা মরে গেছি
আমাদের ভেবো না প্রাণহীন।

আমাদের প্রাণ তো দেহকাণ্ডে নয়
নয় শাখা -প্রশাখায় কিংবা লতায়-পাতায়
তোমাদের শোষণে সন্ত্রাসে সেসব
শুকিয়েছে, হারিয়েছে উজ্জ্বলতা বটে
কিন্তু মনে রেখো
আমাদের প্রাণের পুঁজি শেকড়েবাকড়ে
এবং তা মাটির গভীরে প্রোথিত।
তার পচন নেই,
বন্যপশুরা তার ধারেকাছে ঘেঁষতে পারে না
কীট জীবাণুদেরও আক্রমণ সাধ্যের অতীত।
সামান্য জলের ছোঁয়া পেলে
রক্তবীজের মতো আমরাও জেগে উঠি।
আজ আমরা মৃতবৎ বটে
কিন্তু জেগে উঠবো অচিরাৎ।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page