বেহিসাবি ঋতু

বেহিসাবি ঋতু
-সোহিনী সামন্ত

 

 

মরশুমি বায়ু দিকভ্রষ্ট হয়ে বেগতিক ঠিকানায় নাম লেখায়…

মেয়েলী ঋতু তেমনই নিজস্ব বৃত্তি ছেড়ে অসময় গোড়াপত্তন ঘটায়।।

ঝড়ের মতন মেদের ব্যাপক আগ্রাসী সেতুবন্ধনে,

শরীরে ক্ষতির পাহাড় গড়ন হয়…।

নিমেষে রক্তস্রোত সাতরাঙা  উচ্ছ্বাসি ঢেউয়ের ন্যায়ে,

বিপ্লবী নেশায় কেবল মেতে ওঠে।

সিষ্ট ও ফ্রাইব্রয়েডের আক্রমণে হরমোন কেঁদে ,

বেড়ায় বেহিসাবি যন্ত্রণায়।

টালমাটাল হরমোনের অসহায়তায় সুনামির ঢেউ ওঠে…

দিকভ্রষ্ট হয়ে নাবিক খুঁজে পায় না নিজবাড়ির ঠিকানা…

দেখা যায় শুধু উন্মাত্ত আবহাওয়ার আগ্রাসী কামনা..

Loading

Leave A Comment