কবিতা

আমি চেয়ে দেখি..  

আমি চেয়ে দেখি..  

-অমল দাস

 

 

তবু পাইনা! যা ছিল পাওয়া অধিকার,  

তবু চাইনা! যা ছিল আমার উপহার।  

তবু ভুলে আছি, যা তুলে রাখা যায়

তবু রেখেছি আড়ালে আলোর ছায়ায়।

 

 

যেন বিদগ্ধ আহ্লাদে শুয়ে পড়ে গোধূলি,

যেন বিবর্ণ সিঁদুরাকাশে অ-সময়ের হোলি।

যেন নীল সমুদ্রে আধোনিমজ্জিত অস্ফুট দ্বীপ

যেন প্রত্যহ সুনামিতে, আজো জ্বলেনি প্রদীপ।

 

 

কেন নিশ্ছিদ্র জঙ্গল ঘিরে রাখে আত্ম-সমাধি?

কেন মালভূমি শিখলে বাঁধে হ্রদের পরিধি?  

কেন ছুটে যায় দিগন্ত রেখায় অন্তিম শ্বাস?

কেন জানি! বিশাল জনজাহাজে একমাত্র বাস।

 

 

যদিও চাই নিয়ত লাভা রূপে উর্দ্ধে উদ্‌গত

যদিও আবডালে আগাছা, সহস্র দাঁড়িয়ে উন্নত।

তবুও লিখে রাখি দেখি যা অ-পলক স্বপনে,

তবুও গানে বাঁধি যে শূল বিঁধে হৃদের গহীনে।

 

 

আমি চেয়ে দেখি সাদা মেঘে উড়ন্ত ডানা

আমি জানি! বিচরণে প্রকৃতির নেই মানা।

আমি ক্লান্তিহীন! দুর্গম পথে পা সুধা সন্ধানে,

আমি ভাসি প্রবাহিত নদীর প্রতিকূল-প্রবাহ টানে।  

 

 

Loading

4 Comments

Leave a Reply to অমল দাসCancel reply

<p>You cannot copy content of this page</p>