কবিতা

কালিমাখা দর্পণে

কালিমাখা দর্পণে

-অনোজ ব্যানার্জী

 

 

প্রয়োজন এখন,অগণন নিরপেক্ষ, সাহসী, স্বচ্ছ দর্পণ,ডাইনে বামে,সামনেপিছনে।
কালিমালিপ্ত দর্পণে হবে কী আপন আপন প্রকৃত মুখদর্শন কারো?? একবার
তাকাও দর্পণের দিকে ,ভালো করে দ্যাখো চেয়েচেয়ে,  করো পর্যবেক্ষণ, নিজের কলঙ্কিত মুখখানি।
সাহিত্য সমাজের দর্পণ… আমরা তো গ্যাছি ভুলেই।

রেখেছিতো, তুলেই ,আমাদের শাণিত কলমের তরবারি।
সে তরবারি এখন ভোঁতা, লাল মরচেধরা, ভীরুতার কালো কালিমাখা।
সমাজের বুকে ঘটে যাওয়া,প্রকৃত চিত্র,
হয়না প্রতিফলিত আজকাল আর,সেই সব দর্পণের পাতায় পাতায়।
ঘটনার পিছনে থাকে অনেক গোপন ঘটনা,
রটনার আড়ালে থাকে অনেক লুকান রটনা।
করতে হবে ছদ্মবেশে, চিরুনি -তল্লাশি।

কোন দুষ্কৃতকারীর, চোখরাঙানিকে নয় ভয়,কারো শাসানিকে নয় ভয়।

ভয়টাকে করতেই হবে জয়।
তবেই বাঁচবে সভ্য সমাজ,তবেই বাঁচবে এই সুন্দর সংসার।

Loading

Leave A Comment

You cannot copy content of this page