বিবেক বুদ্ধি

বিবেক বুদ্ধি
-শচীদুলাল পাল

 

 

বিবেক হৃদয় থেকে উৎসারিত।
বিবেক মনের মধ্যে অন্তর্নিহিত।
ন্যায় অন্যায় বিচার বিবেচনা।
বিবেক থেকেই হয় পরিচালনা।
বিবেক এক একান্ত গুনাধার।
সিদ্ধান্তে নাই কারো অধিকার।
বিবেকে আসে জ্ঞান হিতাহিত।
প্রতিকুলতায় করেনা অন্যের অহিত।
গরীবদের মুমুর্ষদের সাহায্য,
আপদে বিপদে সাহচর্য।
বিবেকবুদ্ধি জাগরনে আসে মানবিকতা।
পশু থেকে মানব, মানব থেকে দেবতা।
বিবেক এক সদগুন, থাকে মনের মধ্যে।
উন্নিত হয় আধ্যাত্মিকতায় ও বৈরাগ্যে।
অন্যায় কর্মের পূর্বে হয় জাগ্রত ।
অপকর্ম অনুচিত অলক্ষে নির্দেশিত।
সমাজে বিবেকহীনতার অভাব নাই।
বাবা মাকে দেয় বৃদ্ধাশ্রমে ঠাঁই।
নিরীহ গরীব অক্ষমকে বঞ্চনা।
ভাই ভাইয়ের সাথে প্রবঞ্চনা।
বন্ধু বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা।
নেই সততা, আচরনে অভব্যতা।
শিশু কন্যা-নারী ধর্ষণ নির্মম হত্যা।
বন্য জঘন্য বিবেকহীনতা।
প্রতিশোধে স্বার্থসিদ্ধিতে হত্যা।
ষড়রিপুর তাড়নে আসে বিবেকহীনতা।
কুকর্মের পর আসে বিবেকের দংশন।
আফসোসে আসে মনোবিকলন।

Loading

Leave A Comment