অসহায়
-সোহিনী সামন্ত
পাখি উড়ে চলে ভ্রান্ত দেশে ঠিকানাবিহীন চেতনায়…
রং রেঙে ওঠে ক্যানভাসের মূর্তিমান পাটাতনে…
দিন আনা দিন খাওয়া শ্রমিকের দল হেঁটে চলে,
ক্লান্ত পথের উদাসীনতায়…।।
ভিখারীর শুষ্ক কেশ পেতে চায় শান্ত দিনান্তের গন্ধ…
তবে দিক্বিদিকের কষ্ট আছে তাতে নিবদ্ধ…
সুখ ও অসুখের বিভ্রান্তির সীমারেখায় অসীম সূর্যের অবহেলা…
সুখের বালুকারেখায় যন্ত্রণার আবেশ মিশে যায় অসহায়তায়…।।