অনুরণন

অনুরণন
-রাণা চ্যাটার্জী

 

 

চোখের জল কি এতো সস্তা!
যখন খুশি হৃদয় নিঃসরিত হয়ে
হোয়াংহো হয়ে বইতে দেবে!

অনেক বুঝিয়েও পারিনি তোমায়,
আমি ছিলাম,আছি, থাকবো।
রাতের আঁধারে কান পেতে শুনেছি
অন্তসলিলা লুনি’র নিস্তব্ধ বহমানতা।

চাপা কষ্ট, আমায় চেয়েও, না পাবার তোমার আর্তি,
হঠাৎ তবে কেনো পথ হারালো থমকে,
নিজের ওপর ভরসা, বিশ্বাসে কুঠারাঘাত করে!
আজও তোমার জন্য বটবৃক্ষ হয়ে বাঁচা!

চাইনি তো এমন ভালোবাসা, স্বার্থপরতার বর্ণপরিচয়!
যা মনকে তুমি-আমি সর্বস্ব, শেকল পড়ানো 
চোরা কুঠুরিতে বদ্ধ করে!

হোক ভালোবাসা শাশ্বত, শরীরী মোহময় বিহীন, 
দূরত্ব, বন্ধুত্বের সেতু বন্ধনকারী জাগ্রত প্রহরী।
বিশ্বাস, ভরসা, সততা, অনুপ্রেরণার শক্ত খুঁটির ওপর দাঁড়ানো ইমারত হয়ে।

Loading

Leave A Comment