
আরও একবার
আরও একবার
-সুদীপ্তা মন্ডল
ভাবছি আবার নতূন করে
নির্মাণ করব জীবনটা।
শেষ থেকে শুরু পথে
ধাবিত করব চলাটা।
মনের গভীরে শুকিয়ে যাওয়া
প্রত্যাশার শিশির অবিরত,
জমা করি পাখির পালকে
বিন্দু বিন্দু করে আবারও।
ভাবছি আবার জ্বালব
সাঁঝবাতি রূপকথার।
মোম-জ্যোৎস্না গায়ে মেখে
পথ হারাব তারায় তারায়।
আবারও, ‘কিশোরীর’ নিক্কনে
সোহাগী পায়ের উচ্ছলতায়,
অন্তহীন হুল্লোড় তুলি
নিষেধ না-মানা নিয়মে ।
ভাবছি—
ভাবছি হয়ে উঠি আবার,
নাম-না-জানা প্রেমিকের প্রেম,
যা কেবলই নিকষিত হেম।
অথবা যে প্রেমের আকুলতায়,
হিন্দোলিত হয়
নিষ্পলক দৃষ্টির আবেগ।
ভাবছি—
ভাবছি ফিরি আবার
কৈশোরের ভীরুতায়।
দেখি নিষ্পাপ চোখে
অফুরান আবেশে
নতূন জীবনের অভীপ্সায়।


2 Comments
Anonymous
অসাধারণ একটি কবিতা লিখেছ বোন।
palash
darun madam