কবিতা

অপবিত্র

অপবিত্র
-অযান্ত্রিক

তুমি আসতে সংসার সামলে,
কেউ দেখে ফেললে অস্বস্তি।
প্রেমের উপমা তৈরি হলে,
বজ্র হবে আমাদেরই অস্থি।

চামড়ার নীচেই লাল মাংস,
গায়ের গন্ধটা নাকি আঁশটে।
সামনেই জ্যান্ত কচি ধ্বংস,
আমাদের দেরি হবে আসতে।

কে জানে কিভাবে হয় খরগোশ,
চিৎ হলে শুনতে পাই আওয়াজ।
স্পর্ধার ওপারে নাকি যেটা স্বর্গ,
সেটাই নরক বলছে যে সমাজ।

না পেলে বেড়াল পেলে বাঘ নেকড়ে,
পাঁজরের থেকে খুলে নেবেই কবজা।
বেরোবে চোখ গলির থেকে ঠিকরে,
কে আছিস, আমাদের নিবি নিয়ে যা।

ধরলে বিয়ে না ধরলে পরকীয়,
কপালের উপর সিঁদুর নাকি রক্ত।
হাতে, আঙ্গুল নাকি সত্যি অঙ্গুরীয়
শেকল জানে ধরে রাখা কি শক্ত।

অনেকেই শুনছি সময়ের মতো বিদগ্ধ,
কিলবিল পোকা কত সম্পর্কের সংজ্ঞায়।
তবে আর কি ভূমিকা রইলো বিভক্ত,
দু’জনেই চলো ডুব দিয়ে আসি গঙ্গায়।

Loading

Leave A Comment

You cannot copy content of this page