কবিতা

চালাকি

চালাকি
-অনোজ ব্যানার্জী

 

করছে চালাকি, দিচ্ছে ফাঁকি, চলছে বুক ফুলিয়ে।
সেজেছে কাক দেশপ্রেমে, রাঙা-ময়ূরপুচ্ছ দুলিয়ে।।
পাবলিককে ভাবছে বোকা, দিচ্ছে ধোঁকা দিনরাত।
দেশের দশের সর্বনাশে,লাগছে না ওদের বুকে আঘাত?
ওরাই নেতা,মন্ত্রী, রাজা, সমাজ, রাজ্য, দেশের মাথা।
চালাকি করে চাইছে গদি, কে শোনে কার কথা!
ওদের হাতের তুড়িতে আজ, চলছে আইন প্রশাসন।
সংবিধান, আদালত,বিচারক, ওদের মুঠির মূলধন।
কোটিকোটি টাকা খাচ্ছে লুটে, দিচ্ছে দেশকে ফাঁকি।
জনগণের সর্বনাশের, রেখেছে আর কিছু কি বাকি?
মাথার উপর আছেন একজন,করবেন সঠিক বিচার তিনি।
চালাকি করে চলবে কতদিন? বাজছে ধর্ম- শঙ্খধ্বনি।
চালাকি করে হয়েছে কি আজো কোনো মহৎকর্ম সাধন?
“অতি চালাকি গলায় দড়ি,” অবশ্যই হবে পতন।।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>