কবিতা

বিষ্ময় একটাই–কতটা

বিষ্ময় একটাই–কতটা
-সুমিতা পয়ড়্যা

 

কতটা শিক্ষা পেলে মানুষের জ্ঞান হয়!
কতটা জ্ঞান হলে চেতনার রাজ হয়!
কতখানি চেতনা এলে মানুষ হুঁশ ফিরে পায়!
সঠিক পথ না দেখলে কতই না অসহায়!
কতটা ধারণ করলে ধার্মিক হবে লোকে!
মনুষ্যত্বহীন মানব জাতি বাঁচে আঁকড়ে ধর্মকে!
সব ধর্মের সার কথা নাকি এক!
তবে কেন এত হানাহানি সঠিক পথের প্রতিবন্ধক!
পৃথিবীর মানুষ স্বপ্ন দেখে ইচ্ছেপূরণের!
জাতির ঐক্যে মানুষের মনুষ্যত্ব হবে সুন্দরের!
কতটা অহংকারে মানুষ দাপট দেখায়!
রহস্যময় পৃথিবীতে হাস্যকর ক্ষমতার বড়াই!
প্রত্যেকে এক,প্রত্যেকে প্রত্যেকের তরে!
হৃদয়ে মানবতা গান গায় মানবতার পরে!
কতখানি ক্ষতি করলে মানুষের স্বার্থসিদ্ধি হয়!
কাকে হারিয়ে কাকে পেল;হিসেবে পরাজয়!
কতটা কাঁদলে সুখ পাওয়া যায়!
নীরব ব্যথা, স্বার্থমগ্ন পৃথিবীতে তা কি বলে দেয়!
সত্যই আনে কতটা মুক্তি দহনে মনুষ্যত্বের আগুনে!
জীবনের পূর্ণতা আসে কতটা চেতনারই জ্ঞানে!!

Loading

One Comment

  • Prodosh Pradip

    The respected writer is here in her poem, in search of that eternal truth which is yet not captured by mankind properly

Leave a Reply to Prodosh PradipCancel reply

<p>You cannot copy content of this page</p>