কবিতা

কবিতা – তুমি ভালো নেই

তুমি ভালো নেই

– মৌসুমী সাহা মহালানাবীশ

আমাদের বন্ধুত্বটা ছিল হঠাৎ
কোনো এক ক্লান্ত বিকেলে তোমার আগমন ঘটে ছিল এই মনে,

ধীরে ধীরে ভালোবাসা
ঘরপোড়া স্বপ্ন!
অবাক হলে তাই না?

আচ্ছা, কি আর বলতে পারি বলো তো!
আমাদের মিলন হবে না,তা তো তুমিও জানতে!
মানতে না এটা ঠিক, তাতে তো আর বাস্তবতা বদলায় না বলো!

চাওয়া আর পাওয়াটা হিসেব করে যদি ভালোবাসা হতো

তবে প্রেম মুখ লুকোত স্বার্থপরতার চাদরে।

দুরত্ব হোক না আলোকবর্ষ,
আমি তো আছি তোমার দেখা একই আকাশের নিচে,

ভাগ্য তো সব কিছুতেই লাগে,
তোমায় ছুঁতে!
কিন্তু ভেবে দেখেছ ?

যে বাউল বাতাস তোমায় একটু আগেই ছুঁলো,
সে তো তোমার কথা আমায় স্পর্শ করে বলে গেল,
আমিও জানলাম “তুমি ভালো নেই”।

Loading

6 Comments

Leave a Reply to প্রতাপ রুদ্রCancel reply

You cannot copy content of this page