কবিতা- সব বিবাহ কি সুখের?

সব বিবাহ কি সুখের ?
-অমরেশ কুমার

 

সব বিবাহ কি সুখের?
কিছুও তো হয় মনের অসুখে-

সর্ব সমর্থনে শুভ দৃষ্টি
চোখে জল, মুখে হাসি
তাও, বলে সবাই, মেয়ের যে আজ
লাগছে ভারী মিষ্টি।

জীবনের আনন্দ, সুখ
নিক্ষেপ করা অগ্নিসাক্ষীতে
হাতে হাত রেখে,
নীরবে সব কিছু সয়ে যেতে হবে সাথে—
যে বন্ধনে নেই মনের বাঁধন,
তা ভাঙতে কতক্ষণ?
বিবাহ বন্ধন মানেই কি চারহাত?
নাকি কাটানো একই সাথে রাত?

এ যে, স্বীকৃতিতে সতীত্ব হরণ
নারী সমাজ করেছে বরণ।

Loading

Leave A Comment