কবিতা

কবিতা- সময়ের নিরিখে

সময়ের নিরিখে
– পারমিতা ভট্টাচার্য

 

কে বলে চোখ শুধু জলে ভরা থাকে?
থাকে ডুব সাঁতার দেওয়া স্বপ্নগুলো ও জেগে,
নদীর চড়ায় ঢেউ ভেঙে যায় রোজ
জোয়ার – ভাঁটার পলি রঙ গায়ে মেখে।

আর একটা জন্ম চাই এ জীবনের
করতে চাই স্মৃতি মেখে ধুলো স্নান,
ক্লান্তি কখনো বিছিয়ে থাকেনা শিকড়ে
গমনের বেড়াজাল ছিঁড়ে হই আবর্তমান।

মৌনতা অবলম্বন করা সময়
মরুতে ফোটায় ফুল,তাকে অজস্র কুর্নিশ,
ক্ষীণস্রোতা নদী বর্ষায় হয় যৌবনবতী
সময়ের কাছে আমরা ছেলেমানুষ অহর্নিশ।

সমাপ্ত।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>