কবিতা -শান্তি শহীদ

শান্তি শহীদ..
-কৃষ্ণ বর্মন…

 

সবাই একে একে এক পক্ষ নিলে
বিপক্ষ বলে কেউ থাকে না
নিরপেক্ষতা তাই অলীক তখন
তখন বিরোধ বলে কিছু নেই
বিরুদ্ধ বলে কেউ নেই
বিক্ষুব্ধও তাই প্রশ্নাতীত
তখন শুধু শান্তির সময়
শ্মশানে শান্তি যেমন

শান্তির বানী ঘোষিত হয় মধ্যরাত্রে কিংবা ভোরে
হৃদয় বিদারি নির্ঘোষ শব্দে
সবাই বিশ্বাস করে ওটাই শান্তি
এই বিশ্বাস নিয়েই অনেকে শহীদ হয়ে যায়
উপাধি পায় শান্তি শহীদের
আর অন্যদিকে পক্ষপাতীরা পক্ষাঘাতের শিকার হয়ে
শান্তির উপাসনা করে চলে শিথিল স্হিতিশীল দিন বদলে।

Loading

Leave A Comment