কবিতা- সত্যের বহিঃপ্রকাশ

সত্যের বহিঃপ্রকাশ
– শংকর হালদার

 

প্রভাতে শুভ্র মেঘের উড়ো চিঠি
তপ্ত ফাগুনে পিপাসার এক বিন্দু নীর।
শরতে পেঁজা তুলোর আনাগোনা
মৃদু মলয়ে কাশের উদ্দাম নৃত্য
বাতাসে ভর কোরে শিউলির পায়চারী-
এসব দেখে মুখ ফিরিয়ে নেয় বর্ষার কালো মেঘ।

শিরায় শিরায় আনন্দের শিহরণ
সবুজের সমারোহ ভাবিয়ে তোলে এক নব্য ভাবনায়,
যেখানে মলিনতার ম্লান ইতিহাস
ম্লান হয়ে যায় নিমিষে।

স্মৃতিপটে স্বপ্নের পাতা বাহার
বসন্তের ঔরসে জন্ম নেয়…
না ভাবা আশাতীত অতীত।

বৈষম্যের বেদনার খোলা দরজা
নিঃসঙ্গতায় ফেলে অশ্রু,
দিকে দিকে বিভেদের সীমানা মাথা চাড়া দেয়,
অহরহ আঁচড় টানে তীক্ষ্ম ধারালো নখে।
হাজার জলদ রাশি ফুঁড়ে ওঠে
উৎসের সন্ধানী চোখ।

প্রকৃতির নিরলস সাহচর্যে পরিপূর্ণ সমাজ
কিন্তু, সমাজ স্বার্থের পরকাষ্ঠা,
কামরাঙার সংকীর্ণ পরিচয় বিপথগামী হলেও
সত্যের পরম্পরা অবিচল পথ দেখায়
দু’ বাহু তুলে…

Loading

Leave A Comment