
কবিতা- আদুরে ভাবনারা
আদুরে ভাবনারা
– পায়েল সাহু
যখন অনেক সুখে বা অনেক দুখে পড়বে তোমায় মনে,
চোখের জলে ভিজিয়ে নিয়ে গাল, বলবো তোমায় সব……
কান পেতে রেখো মনের দুয়ারে।
বিশ্বাসে ভালবাসায় মাখামাখি সে সব কথা….. জানোই তো আমার স্বভাব !
বিরক্ত হয়ে বা হেসে উঠে বোলো “চারিদিকে শুধু প্রেম প্রেম ভাব।”
তুমি ছাড়া এমন আপন আমার আর কে আছে বলো
বিরক্ত হলেও; উপেক্ষাতেও ভালবাসা খুঁজি জানো।
এবার যখন কথা হবে মনে মনে ফিসফিসিয়ে
ভিজবে সুখে গাল……
একটু হলেও মুছিয়ে দিও দিয়ে সেই রাতের রুমাল।
ছুঁয়েছি তোমায়…..পেয়েছি প্রাণের ভিতর,
অনুভবে যে ভালবাসা…. স্পর্শের পূর্ণতায় দিয়েছো উত্তর।
তবু আজ আগলভাঙা অশ্রুজলের গতি অপ্রতিরোধ্য,
তোমার রূঢ় কথার বাঁধ ভেঙ্গে সে আজ ধ্বংসে মত্ত।
এতো ভালবাসা, এক মুঠো প্রেম, অনেখানি অনূভুতি
সবই মিছে…..বোঝার ভুল,
মন নিজেকে বোঝায় তবু যেন সাধ্যাতীত সঙ্গতি।
ভালবাসার চাদরে ঢাকা থাকুক সুখ স্মৃতি
দুর্মূল্য সে…..সারাজীবনের প্রাপ্তি ।
দুখের চাদর সরিয়ে যখন স্মৃতির কাছে যাবো,
আদরে ভেসে আবার তোমার পারিজাত গন্ধ পাবো।


2 Comments
Anonymous
Ki sundor kore bolli ……mon chunye gelo ♥️
Payel Sahu
Thanks a lot dear