কবিতা

কবিতা- মেঘবালিকা

মেঘবালিকা
– তাপসী শতপথী

 

মেঘবালিকা মেঘবালিকা
একটি মেয়ে ছিল জানি,
মেঘবালিকা লাজবতী আজ
মেঘলা দিনের ঘোমটা টানি।
মেঘ বালিকা শ্বেতবলাকা
উড়তো কেমন ডানা মেলে,
হারিয়ে যেত মেঘবালিকা
মনের সুখে পথটি ভুলে।
মেঘবালিকা মেঘবালিকা
স্বপ্ন আঁকা ছবির পটে,
মেঘবালিকা ভালোবাসার
সোহাগ লেগে ঝলসে উঠে।
মেঘবালিকা মেঘবালিকা
একটু ফুলের ভালোবাসা,
সরল বুকে দু’ হাত ভরে
কুড়িয়ে নেওয়ার পায় যে নেশা।
মেঘবালিকা ছোট্ট নীড়ে
স্বপ্ন সাজায় রাতটি জেগে,
অভিমানে তার মুখটি রাঙ্গা
ভালোবাসার সোহাগ লেগে।
কিন্তু হঠাৎ উঠল যে ঝড়
মেঘবালিকার সুখের নীড়ে,
উড়িয়ে দিলো সব কিছু তার
ভালোবাসার শিকড় ছিঁড়ে।
মেঘবালিকা মেঘের পরি
ঢাকলো যে আজ কালো মেঘে,
স্বপ্ন যে তার ধূলায় পড়ে
ধূসর হলো মলিন লেগে।
মেঘবালিকা আকাশ পারে
মনের সুখে ছিল ভালো,
মেঘবালিকা বুঝল না আজ
তার যে কেন এমন হলো।
মেঘবালিকা জলের পরি
দু’ চোখে আজ জল যে ভরে,
তাই আকাশ থেকে মেঘবালিকা
বৃষ্টি হয়ে পড়লো ঝরে।

Loading

2 Comments

Leave a Reply to Krishanu BanerjeeCancel reply

<p>You cannot copy content of this page</p>