অশুচি
– শুক্লা রায় চৌধুরী
নিয়ন আলোর রঙ্গিন নেশায় মত্ত নগর সাজে,
আলগা হওয়া জুঁইএর মালা কবরী জড়িয়ে থাকে;
আসমানী রঙ শাড়ির আঁচল উজ্জ্বলতায় ঢাকা,
আতর মাখে এমন যে সাজ বুকে বারুদ চেপে রাখা;
তামস ঢাকা গলির মাঝেই ছড়িয়ে আমার বাস,
লালসা ভরা খিদের টানে শুধু তোমার যাতায়াত;
আমার ঘরেও ক্ষুধার জ্বালা চালের হাঁড়ি শূণ্য,
সমাজের কাছে তুচ্ছ আমি হইনা কভু গণ্য;
ব্রাত্য হয়ে সকল কাজে অশুচির প্রাচীর তুলে থাকি,
সকল সে পাপ তোমার দেওয়া ধারণ করেই বাঁচি;
আমায় ছুঁয়ে শুদ্ধতা পাও এমন তোমার ধর্ম,
পবিত্রতার ঋণের ভারে হও না যে আরও নম্র,
কুলটা নাম সইছি হেলায় এমনই আমার কাজ,
আমার ঘরের মাটি নিয়েই দুগ্গা মায়ের সাজ।