প্রভাল্লীকা
– অরুনজিত
গোদাবরীর তপ্ত তটে
একা, তৃষ্ণার্ত।
ভেজা চুল, শাড়ি…..
কলস কাঁখে তোমায় দেখলাম,
নতজানু আর কৃতাঞ্জলি, পিপাসা মেটালে তুমি।
আমরাকোনডার ঢালে
ক্লান্ত, সবে বসেছি
দুর থেকে দেখি, এক ঝাঁক দুরন্ত মেঘ
তোমার কপাল ছুঁয়েছে,
পাহাড়ি হাওয়া, বে-লাগাম পথ।
কাছে এসে কোল পেতে দিলে,
ক্লান্তি জোরালে তুমি।
বাড়ি ফেরার পালা
রেলের বগি, হুড়োহুড়ি
চেনা পায়ের শব্দ,
হরিণীর মত চঞ্চল।
আবার যে দেখব তোমায় ভাবিনি।
ভাষা দু’জনের কাছেই এলিয়ানের মত
তবু কথা হল অনেক।
নাম জানালাম, প্রভাল্লীকা।
প্রভাল্লীকা? …..প্রশ্ন চিহ্ন
প্রশ্ন মনেও, আবার কি দেখা হবে?
গোদাবরীর তটে
বা পাহাড়ের ঢালে।
পাবো কি দেখা রেলের বগিতে।
পাবো কি তোমায়…..প্রভাল্লীকা।