মিথ্যে চার দেওয়াল
– দেসা মিশ্র
কতবার সাজিয়েছি খেলার ঘর মনের মতো করে।
নিজের রঙ তুলি দিয়ে এক টুকরো আকাশ আর এক চুমুক সমুদ্র বানিয়েছি।
সেই জন্ম থেকেই তো নোনা জল খুবই আপন আমার।
চোখের আকাশের জল যে ওষ্ঠ চুম্বন করে বার বার।
ঝড়টা কে আর নিজের করতে পারলাম কই?
সে অবিরাম ভেঙে দেয় ঘর।
প্রেমের গল্প বই এর পাতা ছিঁড়ে যায়।
ফুলের কুঁড়ি ঝড়ে যায়।
ছবির রঙ ধুয়ে ফিকে সব ফিকে।
শূন্য স্বপ্নের ঝোলা।
তবু ও আশাগুলোর মৃত্যু হয়না।
কোনো ঘরই তো স্থায়ী হয়না,
হয় না নিজের।
তবু ও সুন্দর ভাবে নিজের হাতে সাজিয়ে তুলে, আরেকটা ঝড়ের অপেক্ষা।
অপেক্ষা সব হারিয়ে ভিখারীনি হওয়ার।
সময় ধারায় একটি প্রতিবাদী মানুষ ও নীরব দর্শক হয়ে পরে।
তাই ভাগ্য দেবতা তাঁর নিজের কলম চালান।
সব পাওয়ার মাঝে ও আমরা সবাই কখন যেন সব হারিয়ে শূন্য হয়ে যায়।
অন্ধ মায়ার বাঁধনে যে খেলা ঘর করছি –
মিথ্যে চার দেওয়াল।