কবিতা – হয়তো এভাবেই ফিরে আসবো

হয়তো এভাবেই ফিরে আসবো
– দেসা মিশ্র

 

 

গল্প টা তো শেষ নয় এখুনি,
তবে বলে রাখি শোনো,
ফিরে আসবো আবার কোনো এক পূর্ণিমার রাত পাখি হয়ে,,

ওই যে মাঠে মাঠে সোনালী ধান,
তার রঙে মিশে একাকার হবো ঠিক।

লাল মেঠো পথের বাঁক হয়ে করব প্রতীক্ষা।

মাধবী লতায় চেয়ে দেখো,
শিশির মেখে আল্পনা হব।

অনেক কাজ তো রয়েছে বাকি,
যাপন জুড়ে শুধু দিয়েছি ফাঁকি।
তাই আসবো আবার ফিরে আসবো।
বকুলের মিষ্টি সুগন্ধে আমায় খুঁজে নিও।

সেই চেনা আসমানে, উড়ন্ত শঙ্খ চিলের রঙিন পালক হবো বুঝে নিও আমায়।

টেবিলে সাজানো যে শূন্যতা,
ভুলে যেও,
ভুলে যেও।
কোনো এক প্রেমের গল্পের সুখের ইতি টানতে আমি শেষ লাইনের শেষ শব্দ হব,
পড়ে নিও l

নইলে হবো কোনো এক গভীর ব্যথার কবিতার শেষ স্তবক।
এক বিশাল অসমাপ্তি থাকুক।
দু’ ফোঁটা অশ্রু ফেলো,
ক্ষতি কি বা তাতে?
শুষে নেবো সব নোনা জল, কাগজের ওষ্ঠ দিয়ে।

আসবো আবার অবাক করা নীল সমুদ্র হয়ে,
আমার ঢেউয়ে অবগাহন করো।

অসুখের মাঝে যদি সুখ খুঁজে পাও,
বুঝবে আমি এসেছি।
আমি এসেছি আবার,
চোখ রেখে খোলা জানালার বুকে,
দেখে নিও এক ফালি মেঘ সেজে আমি,
-হেসে নিও,
ভালোবেসে নিও।
ভালোবেসে নিও।

Loading

Leave A Comment