কবিতা- মানব সভ্যতা

মানব সভ্যতা
– তাপসী শতপথী

 

 

অভ্যাসের স্বাভাবিকতা নষ্ট করে যখন দেখি-

মাংসের দোকানে ভীড় করে মাছিদের চেয়ে বেশি মানুষের দল
তবে তো নিশ্চিত এটা,
একদিন,খাদ্য খাদকের সম্পর্ক হবে গোটা পৃথিবীটা.

তারপর মহাভোজ শুরু হবে
জীবনের গ্রীনরুমে, চারদিকে সুখাদ্যের স্তূপ,
পাবলিক সীটে দেখি চকচকে চোখজোড়া,
কুকুরের চেয়ে বেশি কাড়াকাড়ি করে আজ লোভীদের দল.
তবে তো নিশ্চিত এটা,
একদিন লুট হবে গোটা পৃথিবীটা.

অভ্যাসের চোখ নষ্ট করে যখন দেখি

জীবন্ত দেশটাতে জড়রাই বেশি কথা বলে,
ওয়েবের ডটকমে,কিম্বা ইমেলে.
তবে তো নিশ্চিত এটা,
তীব্র গতি পেয়ে, যন্ত্র হবে একদিন গোটা পৃথিবীটা।

Loading

Leave A Comment