কবিতা- অপরাধী

অপরাধী
ডাঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায়

 

 

আহাঃ, আঠারো পেরোলে তবেই তো সত্যি অপরাধী!
ষোলো বা তার আগে কেউ কি আর দাগী!
প্রতারণা, ধর্ষণ, খুন, রাহাজানি-
“চোদ্দোয় অপরাধী! বয়স তো কম;
ও তো নাবালক জানি!”

যদি খসে যায় কারো জীবনের তারা;
যারা খসিয়েছে, হয় যদি নাবালক তারা-
জেনো, দোষ দিতে হয়না তো আঠারোর আগে,
আইনেই বাঁচে, মরে;
ধিক! বড়ো অদ্ভুত লাগে।

প্রতিবাদ, প্রতিরোধ আজও মাথা ঠুকে মরে-
মোমবাতি মিছিলে মূক আর কবে বলো
মুখর যে হবে!
নির্ভয়া, শুধু নয় আর ও কতো –
এভাবেই, জীবনকে ছুটি দিয়ে যায় সরে,
আজও তাই নির্ভয়ে কত অভাগিনী আজও,
এই দেশে প্রতিদিন, প্রতিপলে মরে।

Loading

Leave A Comment