হৃদয়ে তুমি আজও….
– দেসা মিশ্র
বারে বারে সব কাজে ভুল,..
এলোমেলো সব দিন রাত।
সব কিছু ভুলে যাওয়ার বৃথা চেষ্টায় মন আজ ব্যস্ত।
যতোবার ভুলে যেতে চেয়েছি তোমায় ততোবার মনের মধ্যে ঝড় তুলেছে……. এলো চুল, গোলাপের পাঁপড়ির মতো ঠোঁট, আর কাজল ভেজা চোখ।
যতোবার ভুলে যেতে চেয়েছি…..
শুধু লাল টিপ মনকে চঞ্চল করে তুলেছে।
যতোবার ভেবেছি বধির হব…. ততবার শুনেছি শুধু নূপুরের রুমঝুম।
যতোবার ভেবেছি নির্বাক থাকবো,
ততোবার নিজেরই অজান্তে বলেছি….. তোমায় ভালোবাসি।
চোখ দুটি আমার বারণ শোনে নি…. অগুন্তি রাত জুড়ে দেখে গেছে কেবল তোমারই স্বপ্ন।
না ভাববো না আর তোমায় নিয়ে,
ভাববো না।
ভাসবো না আর পদ্ম পাতা হয়ে তোমার মনের নদীতে।
কিন্তু… কেন যে সব পথ ভুলে তোমার ভাবনা -আমার মনের পথেই পা বাড়ায় আমি জানি না।
আমার বাইরেটুকু তো খুব গোছানো,
আমি রেখেছি গুছিয়ে,
কিন্তু মনের ভেতর কেবলই পোড়া গন্ধ, তছনছ সব কিছূ।
আমি তোমার ভাবনাতে কখনো হাসি কখনো কাঁদি।
রঙ তুলিগুলো তুলে রেখেছিলাম বহু যুগ আগে,
আজ আবার তাক থেকে নামিয়েছি সব…..
… একটা সূর্য উদয় আঁকবো বলে,
কিন্তু কি অবাক কান্ড দেখ……
আরক্ত সূর্যের মাঝে এঁকেছি তোমারই মুখ।
সেই মুখমণ্ডল থেকে হাজার সূর্যের জ্যোতি নির্গত হচ্ছে আজ।
আমর ভুলে যাওয়ার মিথ্যে অভিনয় সব শেষ।
প্রতিটি কালো রাতের কান্না দাগ মুছে দিয়ে,
এক বিশ্ব আলো করে তুমি আমার হৃদয়ে আজও রয়েছো।