কবিতা

কবিতা- আরও একবার আদর করিস

আরও একবার আদর করিস
– মৌসুমী সাহা মহালানাবীশ

অপেক্ষাটা থাকুক শুধু তোর জন্যই তোলা
চেষ্টা করে দেখ তো দেখি, যায় কি সে রাত ভোলা?
বিছানার চাদর জুড়ে আদুরে কতো স্মৃতি
শরীর খেলায় মগ্ন সে প্রেম, ভুলে সকল ভীতি।
গভীর রাতে চুরির আওয়াজ খনখনিয়ে বাজে,
নতুন বউয়ের মুখখানা ভরল যে কোন লাজে।
তোর ছোঁয়া ওই সিঁথির সিঁদুর তোর নামেতেই রেখে
আজও মেয়েটি যত্ন করে রাখে সে রঙ ঢেকে।
সাক্ষী ছিল তোর বিছানা, তুই আর তোর মন
স্পর্শ চেনায় মেতেছিল নিবিড় আলাপন।
আঙুল ফাঁকে আঙুল যখন কুরুশকাঁটা বুনে
চুম্বন তখন ছেদ করে যায় শরীর এবং মনে।
মিলন যখন পূর্ণতা পায় ভালোবাসার বুকে
জড়িয়ে ধরে থাকে সে মেয়ে, কি জানি কোন সুখে!
কোন খেয়ালে পায়ের নূপুর দিয়ে গেল সাড়া
পুরুষ তুই এমনি থাকিস, এমনি পাগলপাড়া।
এমন করেই যত্নে রাখিস প্রতিটি পদক্ষেপে
এমন করেই চলতি পথে, সুখগুলো দিস মেপে।
এমন করেই প্রেম নামুক, আবার কোনো রাতে
আবার মেয়েটি জাপটে ধরুক লাজুক পূর্ণতাতে।
আবার তুই দরজাটাকে দিস বন্ধ করে
আরেকবার আদর করিস ঘন অন্ধকারে।
আরেকবার আদর করিস একলা সে তোর ঘরে।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page