কোথায় তুমি সুখ ?
ডাঃ তারক মজুমদার
রাত্রির পায়ে ঘুঙুর বাজে
বেসামাল বহু মুখ
সাদা ভাতের সকাল কাঁপে
সবাই খোঁজে প্রকৃত সুখ।
সুখের দাম্ভিকতায় যখন
গ্রাস করে অ-সুখ
দিগন্তে চুম্বন আঁকে জলরাশি
কত দুরে তুমি সুখ?
সুখ পাখির পিছনে ছুটে
পরে খসে সম্পর্ক যত
উপোসী মনে শুধু অকারণে
বর্দ্ধিত আজ ক্ষত।