কবিতা

কবিতা- সুন্দরবন

সুন্দরবন
-তাপসী শতপথী পাহাড়ী

 


স্বপ্নের আবিল দৃষ্টিতে তুমি অনন্যা,
হে পরমা সুন্দরী!
অঙ্গে অঙ্গে তব কত আয়োজন,
কত সৌন্দর্য প্রসারী।
আপন স্বাতন্ত্রে মগ্ন হে তন্বী কিন্নরী!
হে বৃক্ষ সুন্দরী!

তবু মানচিত্রে দেখি মানব পরখে,
তোমার অস্তিত্ব শুধু একটি বৃক্ষকে ঘিরে!
করুন সৌন্দর্যে গাথা তোমার জীবনী,
প্রতিক্ষনে সংগ্রামের জ্বলন্ত কাহিনী।

আজো নিশ্চুপ নিরালায় সৌন্দর্যের ফাঁকে ফাঁকে,
তুমি জানো না, প্রতিদিন কত হায়নারা ওৎ পেতে থাকে!
কত শ্বাপদেরা আগ্রাসী অপেক্ষায়,
কত বিষাক্ত হুলের দংশনে
মহুলিরা তীব্র যন্ত্রনায় কাতরায়।

সংকীর্ণতার গলি পথ বেয়ে তবু চলে জীবনতা,
স্যাঁত স্যাঁতে জল কাদা মেখে!
নোনা হয়ে যায় আত্মা , প্রতিদিন –

রাত ভোর রক্তাক্ত সংগ্রামগুলো দেখে!
ঝড় আসে,ঝঞ্ঝা আসে বারবার বন্যার কবলে,
হা-হা-কার কতবার প্রকৃতির অমোঘ ছোবলে!

তবু ও তোমার গল্প নিবিড় অরণ্যে রয় ঢেকে,
জানতে চায় না কেউ তোমার রোদন।
শুধু সুন্দরীর তকমাএঁটে হয় তো বা চিরদিন
থেকে যাবে মানচিত্রে হে সুন্দর বন!

Loading

Leave A Comment

You cannot copy content of this page