কবিতা

কবিতা- অগোচর

অগোচর
-অযান্ত্রিক

 


ক্ষমা চাওয়াটা কোনো বড় ব্যাপার নয়,কিন্তু কার কাছে চাই,
ধ্যান মগ্ন তথাগত বোধিবৃক্ষ তলে ,ক্ষমাশীল শুষ্ক প্রস্রবণ।
তার কাছে তো প্রবেশ সংরক্ষিত, তাহলে কার কাছে যাই,
অথচ ,আমরা শান্ত পৃথিবীর কথা বলছি সারাক্ষন।

তর্কপ্রবন মানুষের জন্মের হার বেশি,মৃত্যু অনেক কম,
অথচ অবলীলায় অন্যেরা ফোঁটায় ফুল অন্যের বাগানে,
আমার শুধু কোদাল,গাইতি শাবল জুড়ে একলা পরিশ্রম,
মৌমাছি আসে প্রজাপতি আসে ,ফুল আসে না সেইখানে।

জানি না অপরাধ কি,নিষেধাজ্ঞা জানি না, চাইবো ক্ষমা কার কাছে,
বিচারক ,যারা চিরকাল হাততালির জন্ম দিয়েছে তারা বিপরীত শ্রেণী।
রাস্তার এক পাশ দিয়ে যেতে যেতে অনেকেই অনুসরণ হারিয়ে ফেলেছে,
হাত বাড়িয়ে মঞ্চের কাছে পৌঁছালেও কোনদিন কেউ তাদের মঞ্চে ডাকেনি।

ক্ষমা চাওয়াটা কোনো বড় ব্যাপার নয়,কিন্তু কার কাছে চাই,
ধ্যান মগ্ন তথাগত বোধিবৃক্ষ তলে ,ক্ষমাশীল শুষ্ক প্রস্রবণ।
তার কাছে তো প্রবেশ সংরক্ষিত, তাহলে কার কাছে যাই,
অথচ ,আমরা শান্ত পৃথিবীর কথা বলছি সারাক্ষন।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>