কবিতা

কবিতা- প্রেমালাপ

প্রেমালাপ
– অনির্বাণ মন্ডল

 

 

যদি বলি একটু বসন্ত দাও;
বসন্ত; শুধুই বসন্ত;
যেখানে আদিবাসী মেয়েটা
আপনমনে নেচে উঠবে ধামসা মাদলের তালে
আর তার শরীরের প্রত্যেকটা খাঁজ থেকে
ঘাম হয়ে বেরিয়ে আসবে
তার জীবনযুদ্ধের গল্প,
তার ভালবাসার গল্প,
তার না পাবার গল্প।

যদি বলি একটু আগুন দাও;
আগুন; শুধুই আগুন;
যেখানে পুড়ে যাবে
প্রতিদিন কুড়ি কিঃমিঃ সাইকেল চালিয়ে
কাজে যাওয়া লোকটার
হঠাৎ কাজ হারাবার ভয়;
আর তার রংচটা শার্ট থেকে উঁকি মারা
তার স্বপ্নভঙ্গের গল্প,
তার খালিপেটের গল্প,
তার আশ্রয়হীন হয়ে পড়ার গল্প।

যদি বলি একটু বৃষ্টি দাও;
বৃষ্টি; শুধুই বৃষ্টি;
যেখানে হঠাৎ ধুয়ে যাবে
নাইট ক্লাবে কাজ করে সংসার চালানো মেয়েটার
সব কলঙ্ক;
আর তার উন্মুক্ত শরীরী রেখা দিয়ে বয়ে যাওয়া
তার মাথা নীচু করে ঘরে ঢোকার গল্প,
তার প্রতিবেশীদের মুখ ফিরিয়ে নেবার গল্প,
তার আত্মীয়দের ঠাট্টা তামাশার গল্প।

যদি বলি একটু সময় দাও;
সময়; শুধুই সময়;
যে সময়ের স্রোত একদিন ভুলিয়ে দেবে
রাজনীতির ক্ষমতা যুদ্ধে বলি হয়ে যাওয়া
সদ্য স্বামী হারানো বিধবার যন্ত্রনা;
আর তার চোখের নীচের বলিরেখায় ফুটে ওঠা
তার রাতজাগার গল্প,
তার খুনসুটির গল্প,
তার আলিঙ্গনের গল্প।

যদি বলি একটা পথ দাও;
পথ; শুধুই পথ;
যে পথে একদিন
স্থির হয়ে অপেক্ষা করেছিলেন গৌতম বুদ্ধ
অস্থির অঙ্গুলিমালের জন্য;
সেই পথ ধরে নির্জনে আমরা হেঁটে যাব
হাত ধরাধরি করে।
কখনো কখনো আদিম আনন্দে মেতে উঠব দুজনেই
দুজনার শরীরের আনাচে কানাচে,
দুজনার চেতনার আনাচে কানাচে;
আর সময় অসময়ে খুঁজে বেরাব গৌতম বুদ্ধ কে;
ক্রমশ অঙ্গুলিমাল হয়ে ওঠা
জীবনের জন্য।

প্রেম হিসেবে এটুকুই তো চেয়েছিলাম তোমার কাছে;
এটুকু; শুধু এটুকুই।

Loading

5 Comments

Leave a Reply to AnonymousCancel reply

<p>You cannot copy content of this page</p>