কবিতা – আকাশ বাণী

আকাশ বাণী
– দেসা মিশ্র

 

 

সামনে এখন অশেষ শূন্যতা,
তবু আজও আকাশ নীল মাখি-
ধুসর মনের উপর আজও- সবুজ চাদর খুব জড়িয়ে রাখি ।।

ব্যস্ত এখন তোমার রাস্তা গুলো, বৃথা আশায় তবুও চেয়ে থাকি,

আমার নামে জমেছে মেঘের ধুলো – উড়ে গেছে ছোট্ট সুখ পাখি।

আজকে আবার পাতায় দাগ কাটি,
হয়েছে জানি অনেক অঙ্ক ভুল,,
শুকিয়ে গেছে সুগন্ধি সব ফুল –
আস্ত জীবন মস্ত এক ফাঁকি।।

নষ্ট সব হাতের আঁকা ছবি,
রক্তে ভেজা তুলির সারা গা – বৃথা প্রাণে আলো জাগায় রবি,
-প্রেম বিনা যে মন বাঁচে না ll

কিসের লাগি ব্যথা এতো মানি?
চোখের জলে বৃষ্টি আসে রোজ – দু হাত বাড়িয়ে কিসের নি খোঁজ?
‘একা তুমি’ – এসেছে আকাশ বাণী।

Loading

Leave A Comment