
কবিতা- এবার জাগাও
এবারে জাগাও
– মানিক দাক্ষিত
আবেগে মজবুত শক্ত পাথর
এখন বরফের চাঁই। সত্ত্বর
গলে হবে জল। অস্তিত্ব বিপন্ন,
শোধরাও নিজেকে, না হলে শূণ্য।
ঘুমন্ত বিবেককে এবারে জাগাও..
ঠেলা দিয়ে বলো–বন্ধু, তাকাও!
নয়তো দখল নেবে মহাতস্কর,
বাঁচাটা তখন হবে নিরর্থক, দুষ্কর।
প্রাণে আনন্দ এনে মুখে ফোটাও
হাসি। দু:খ হতাশাকে ওড়াও
ফুত্কারে। তখন দেখবে মনে প্রাণে
শুনতে পাবে জীবনের মানে।
আঙুল ফুলে কলাগাছ? অত নয়
সোজা। ধৈর্য্য ধরো। পথ দুর্গমময়।
মগজাস্ত্রে এগিয়ে চলো সম্মুখপানে–
ঠিক উঠে যাবে উন্নতির সোপানে।


2 Comments
Anonymous
আন্তরিক ধন্যবাদ প্রিয় সাহিত্য পরিবার আলাপী মনকে।
রীণা চ্যাটার্জী
কৃতজ্ঞতা নিরন্তর প্রিয় স্বজন সাথী