কবিতা- অযাচিত উপহার

অযাচিত উপহার
– পারমিতা ভট্টাচার্য

 

 

ছুঁয়েছিলে যতটুকু,
ভালোবাসতে পারোনি ততদূর
শুধু স্বেদগন্ধটুকু ছেড়ে গেছো অগোচরে।
আমিও যত্ন করে তুলে রেখেছি তা
আমার গোলাপ বাগানের মণিকোঠায়।
যতোটা কাছে এসেছিলে,
ভালোবাসতে পারোনি ততটা আপন করে।
শুধু আলগোছে ছুঁয়ে গেছো জীবনখানা।
যতোটা চোখে হারাতে চেয়েছ আমায়
ততটা ধরে রাখতে পারোনি চোখের মণিতে।
আমি তবুও সমস্ত ছেঁড়া পাতা জুড়ে
স্বপ্নের করি চাষ,ঊষর ভূমিতে।
যতোটা আপন করেছিলে,
ততটা হৃদয়ে স্থান দিতে পারোনি কোনোদিন
চাঁদের আলোয় ভেসে ওঠে যখন সেই মুখ
তখন আমি হাঁসুলী বাঁকে করি অতীত বিশ্লেষণ,
বুকের মধ্যে আঁকড়ে ধরি যত উপেক্ষা
দুহাতে জড়ো করি সমস্ত অবহেলা,উপহার
আসছে বসন্তে তবুও আমি খুঁজবো সেই মুখ
পরের জন্মে শুধু হতে চাই জাতিস্মর।

Loading

Leave A Comment