কবিতা

কবিতা- অসমাপ্ত কাব্য

অসমাপ্ত কাব্য

-জিৎ সাহ

 

 


আমি কি তবে ডেকে এনেছি অলিখিত সর্ব্বনাশ !
আমি কাকে নিয়ে লিখছি কবিতা,
হাজার ডাকেও যে সাড়া দেয় না
নাকি আমার প্রিয় ফাউন্টেন পেনটাকে ভালোবেসে !!
পৃথিবীর সাথে সাথে সমাবর্তনে ঘুরছে আমার মাথা,
তরতরিয়ে বাড়ছে পালস্ রেট
তীব্র থেকে তীব্রতর হচ্ছে সমানুপাতিক হারে কম্পিত বক্ষের ওঠানামা।
আমি কাকে নিয়ে লিখছি কবিতা;
হাজার ডাকেও যে সাড়া দেয় না !
আমি কার জন্য জাগি —এত বিনিদ্র রাত্রি,
আমার অজান্তেই
আমি কি তবে ডেকে এনেছি আমার সর্ব্বনাশ !!

আমার ছেলেও প্রেমিক হবে প্রেমই পরম্পরা !

ঘরে ঘরে জন্ম নিচ্ছে অঘোষিত আতঙ্কবাদ…
তুঁষের আগুনের ন্যায় না ধোঁয়া ওড়ায়
জ্বলে ধিকি ধিকি আর কতশত অ্যামাজন নিঃশব্দে করে দেয় ভস্মীভূত প্রায়…

Loading

3 Comments

  • Jit sah

    আলাপীমন–অসংখ্য ধন্যবাদ তোমায় ! অশান্ত এই সময়েও বাঁচার তাগিদ ফিরিয়ে দেওয়ার জন্য…
    প্রথম আলাপেই…..ভাষা হারিয়ে ফেলেছি।
    আমি কৃতজ্ঞ।
    ভালো থেকো আলাপীমন। ভালো থাকুক এই বাংলা আর বাংলাভাষা প্রেমী তথা সারা পৃথিবী…

Leave a Reply to Jit sahCancel reply

You cannot copy content of this page