কবিতা

কবিতা- ব্রতবিলাপ

ব্রতবিলাপ
-বিকাশ আদক

 


হাঁটছি… পা ফেলে, পা রেখে চিহ্ন ধরে।
আলোয় সমতলে, অন্ধকার আগুনে, নিলামে-
দর্পনে ক্লোরোফিল রেখে মাটির শেকড়ে।
পাঁজরে ঘূণ ধরে, বাল্মিকী জন্মায় ডানে বামে।।

আল ভাঙে, উৎসব হয়, বাতব্যাধি হাতে রং
জঠর পেতে নুন শুকায় ক্লান্ত সন্ধ্যায় ফিরে;
সিঁড়ি ভাঙে, ভাঙে সিঁড়ি স্বপ্ন মুখ জং–
রাষ্ট্র কোলকহলে শিশুটা ঘুমায় ভোরে।।

আবাদের গল্প শুনছি, হাঁটছি তবু পথে!
মগজাস্ত্রের নতুন সমীকরণ তৈরী হয়
ইট পোড়ে, পোড়া ইট লাল হয় পরতে পরতে
দক্ষিণ সাগরে দেখবো আমি হিমালয়ে সূর্যোদয়।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>