কবিতা

কবিতা- “মন পাখি”

“মন পাখি”
– উজ্জ্বল সামন্ত

 

 

মন পাখি আজ ব্যাকুল অজানার আহবানে
চাওয়া-পাওয়ার নেই বিরাম লালসার মিশ্রণে
হতেই পারে সত্য নিষ্ঠুর মিথ্যা প্রকাশ্যে রাখি
অনন্ত নীল আকাশে কি কখনো বন্দি হয় পাখি?

হতেই পারে মনের অমিল ব্যবধান বর্তমানে
মন আকাশের ঘুড়ি ওড়ে নীলের আহ্বানে
ভাঙা প্রেম ভাঙ্গা মন জুড়বে কোনখানে?
ভাঙা গড়ার খেলায় মেতে বিনি সূতোর টানে

আটপৌড়ে সম্পর্কের বাঁধন খুলে দিয়েছে
দিন শেষে পাখিরা দলে দলে বাসায় ফিরছে
ডানায় বিশ্বাসের হাওয়া বসন্তের ছোঁয়া লেগেছে
কোকিলের কুহুতানে রাতজাগা ভোর চোখ মেলেছে

আমার বলার ছিলো কিছু বাকিটা উহ্য রেখে
সম্পর্কের টানাপড়েনে মন পাখি আজ মরছে
নীল আকাশ আতঙ্কের ছায়া অন্ধকারে ঢেকেছে
মেঘেরা দলছুট হয়ে আকাশে কি ভেসে থেকেছে …

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>