কবিতা- মেঘলা মনে

মেঘলা মনে
– ডাঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায়

 

 

মেঘলা মনে, আজও আকাশ হাসে
আজও লুকিয়ে রাখতে চায়,
নিভে যাওয়া প্রদীপটাকে;
একটু আগেও একফালি রোদ্দুর
সেই আকাশে ছিল,
এখন তা যে আর নেই!

আকাশ তার ক্ষতকে অনেক দিন ধরে,
লুকিয়ে রেখেছিল, তার বুকের মাঝে
রক্তক্ষরণ হত অনেক, তবু
যন্ত্রণা সয়ে, হাসিমুখে দিনযাপন –
সবাইকে নিয়ে;
সেই ক্ষতকে সামলে পথ চলা
তবু তাকে সবার সামনে,
হাট করে খুলে দেওয়ার ইচ্ছে,
আকাশের কোনদিনই ছিলনা!
বুকের মধ্যে অনেক যত্নে,
লালন করে সেই যন্ত্রণাকে নিয়ে যাপন,
ভোর থেকে সাঁঝ পেরিয়ে রাত-
এমন করেই।

সেই রাতে নেমে এসেছিল,
আকাশের কান্না, বৃষ্টি হয়ে;
উজাড় করে দিয়েছিল সে,
তার বুক, তার এতদিনের জমিয়ে রাখা
সব ব্যাথা, সব দুঃখের কথকতা-
আকাশের সে কান্না তো মাপা যায়না ;
আকাশের মেঘলা মনে, অনেক ব্যাথা-
যে ব্যথার মেঘ কোনদিনও
অস্ফুটে কিছু বলেনি কোনদিন ;
আজ সেই ব্যাথার মেঘ,
ঝরে পড়ল বৃষ্টি হয়ে, অবিশ্রান্তভাবে,
সামলে রাখতে পারেনি তাকে আকাশ।

Loading

Leave A Comment