কবিতা- “জীবন- উপন্যাস”

“জীবন- উপন্যাস”
– উজ্জ্বল সামন্ত

 

 

জীবন অনেক বড় কে কয়দিন বাঁচে?
বাঁচার আশা শুধু ঋণী থাকে মুহূর্তের কাছে
মুহূর্তরা পাড়ি দেয় নতুন আশার খোঁজে
আশা স্বপ্ন বোনে অলক্ষ্যে মনের গভীরে ডুবে

জীবন কখনো ছোটগল্পের সার্থক রহস্যে
রহস্য যেখানে দুর্ভেদ্য প্রাচীর নির্মাণে আগ্রহে
প্রাচীর যেখানে সুদীর্ঘ উচ্চতার শিখরে আছে
শিখরের আহ্বান হাতছানি দেয় সৃষ্টির কাছে

সৃষ্টি সেখানে ঋণী থাকে স্রষ্টার কাছে
স্রষ্টা সেখানে রচয়িতা নতুনত্বের চরিত্রে
চরিত্র নিয়ে সব সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাসে
বিশ্বাস কখনো বিশ্বাসী কখনো বা অবিশ্বাসে

বিশ্বাস-অবিশ্বাসের আত্মহত্যা জড়িয়ে সম্পর্কে
সম্পর্ক কখনো ক্ষণস্থায়ী আধুনিক সমাজে
আধুনিক সমাজ বড় স্বার্থপর কে কাকে মনে রাখে
মন ও জীবন দুই মেরু কখন উপন্যাসের গল্প লেখে?

Loading

Leave A Comment