কবিতা

কবিতা- বাঁচতে পারি নতুন করে

বাঁচতে পারি নতুন করে
– মঙ্গল মন্ডল

 

 

আমি দেখি নীরব পৃথিবী, দেখি হিংসার
নির্মম পরিণতি; দেখেছি দুর্ভিক্ষের
হাহাকার, খরার অলস তাপদাহ,
দেখছি মহামারীর বিচার, দেখেই
যাচ্ছি মানুষের নির্মম মানবিকতা; তাই
দেখতে পায় না ভক্তি প্রেম শ্রদ্ধা স্নেহ;
দেখিনি নমস্কার সেলাম এক হতে;
আরও দেখা যায় ওই যে শান্ত শীতল
রাতেও মর্মান্তিক তাপের অশান্ত মেলা;
দেখেছি কখনো অরণ্যে দাবানল, কখনওবা
কন্যার কন্ঠে; তুমি কি সত্যিই নিষ্ঠুর হতে
জন্ম নিলে, তবু বীর বলে বুক ঠোকো যে,
জন্ম নিলেই মরতে হবে, তোমার আসা যদি
মায়ের আনন্দ হয় তবে হিংসা বিবাদে
আনন্দ কোথা থেকে খুঁজে আনো হে?
ভালোবাসা ছড়াও যদি ভালোবাসা পাবে
তবে, হিংসা ঘৃণা লোভ কেবল দুঃখই আনে
সমাজে; দু’হাত বাড়াও তোমরা একবার
ভক্তি শ্রদ্ধা স্নেহ ভালোবাসা দিয়ে বেঁচে দেখো,
আমরা নতুন করে বাঁচতে পারি আরো একবার।

Loading

One Comment

Leave a Reply to AnonymousCancel reply

<p>You cannot copy content of this page</p>