
কবিতা- চাঁদের হাসি
চাঁদের হাসি
-তড়িৎ সেন
ভোরের বেলা সূর্য্য যখন ওঠে
চাঁদমামা সাদা মেঘে খায় লুটোপুটি
ডেকে বলে আয়, চেয়ে দেখি
সূর্য্য ওঠা জবা ফুলের মতন,
বলাকারা যায় ভেসে যায় দূরে
অবাক চোখে তাইতো চেয়ে দেখা;
আমার তো রাতেই শুধু আলো
সূর্য্য যখন ঢলে পড়ে সুদূর অস্তাচলে,
তার আলোতে আমার গায়ে আলো
তখন আমার সোনা রঙে রঙ
চাঁদবুড়ী ঘরর ঘরর চড়কা কাটে বসে
আর বলে ওরে “চাঁদ” তুই কলঙ্কিনী
তোর গায়ের কালো রঙ কলঙ্কেরই দাগ
আমি লাজে মরে যাই ,
আমার আলো পড়ে – মায়ের বুকে
যেথায় শিশু নিশ্চিন্তে ঘুমায়
শোনো আমি শিবের জটার শোভা
আমি স্নিগ্ধ আলোর রেশ
আমায় নিয়ে গান লেখে কবি
শিল্পী আঁকে রঙ বেরঙের ছবি,
আমি বাঁধ ভাঙা সেই হাসি
আমার হাসি ঝর্ণার বারি পাত।


3 Comments
Anonymous
আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি
রীণা চ্যাটার্জী
🙏🙏🙏
Anonymous
Chander Hanshir moto misti. 👌