কবিতা

কবিতা- নজরুল

“নজরুল”
– উজ্জ্বল সামন্ত

 

 

তুমি বিদ্রোহী তুমি কবি তুমি দুখু মিয়া পরিচয়ে
চুরুলিয়ার অখ্যাত মাটি ধন্য তোমার আগমনে
দুঃখ কষ্টকে সঙ্গী করে জীবনের পথ চলেছিলে
হিন্দু মুসলমান দুটি ফুল একই বৃন্তে ফুটিয়েছিলে

তোমার কাব্য তোমার গীতালেখ্য শ্যামা সংগীতে
ধর্মের বর্ম ছিন্ন করেছ নিজের অনন্য লেখনীতে
মানুষের উপর মানুষের অত্যাচার নাড়া দিয়েছিল তোমাকে
বারংবার পরিলক্ষিত অন্যায়ের প্রতিবাদে শোষণের বিরুদ্ধে সোচ্চারে

কান্ডারী হুঁশিয়ার দেশবাসীকে স্বাধীনতায় উদ্বুদ্ধকরণে
কারার ঐ লৌহ কপাট ভাঙার বিপ্লবের আহবানে
তোমার প্রাণ কেঁদেছে মানুষের জন্য বিবেকের দ্বারে
জাতিভেদ প্রথা ভুলে একই রক্ত- প্রাণে সাম্যের গানে

তোমার বাঁশির সুরের মূর্ছনায় মনের দুঃখ ছুঁয়েছে
জীবনের শেষ মুহূর্তে স্মৃতিরাও পর হয়ে গেছে মুছে

বাংলাদেশের জাতীয় কবি মর্যাদায় ভূষিত গর্বের সাথে
সংগীতস্রষ্টা সাহিত্যিক দার্শনিক দৃষ্টিভঙ্গির আলোকে।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>