চোখ পেতে রাখি
– সীমা চক্রবর্তী
একদিন হারিয়ে যেতে হবে জানি
তবু হারিয়ে যেতেই ভয়…
ক্লান্ত হচ্ছে মন নিস্তব্ধতা কে সঙ্গী করে,
সব আশা আকাঙ্খার শেষে
এভাবেই কি বাতাসে মৃত্যুর গন্ধ ভাসে ?
বিছানা জুড়ে অনিদ্রা… শব্দহীন… ভীরু…
আমার পৃথিবী বড্ড ছন্নছাড়া,
আগুনে নেই কোনো শোক তাপ,
চৈতী হাওয়ায় উড়ে গেছে মনের ঠিকানা।
চেনা ছবি গুলো ঝাপসা কুয়াশায় মাখামাখি…
বৃদ্ধ চিন্তার জীবাশ্ম… পড়ে শুধু ছাই…।
কেউ আসেনা তবু পলক পেতে রাখে চোখ
মায়া জাল আর ছত্রাকের উৎসে,
বেহালার ছরে এক বিমর্ষ বিকেলের হাতছানি
হৃদয়ের ছেঁড়া তন্ত্রীতে বন্দী স্বজন হারানোর যন্ত্রণা।
নিরালা দুপুর, নিঝুম রাত চলে একই ছন্দে
তবু দেখা যায় দূরে এক ক্ষীণ আলো…
হয়তো আমারই প্রতীক্ষায়….