
অণু কবিতা- অচেনা বোধ
অচেনা বোধ
– তাপসী শতপথী পাহাড়ী
হয়তো পৃথিবীকে দেওয়ার মতো কোনো ইচ্ছেই অবশিষ্ট ছিলো না আর!
ছিলো না নিজের প্রতি নিজের,
সমস্ত দায় দায়িত্বহীন অস্তিত্বের খোঁজে,
ভারমুক্ত হতে চেয়েছিলো সেও একদিন।
তাই দিনান্তের শেষে,
রাত্রি খুঁজে পেয়েছিলো বহুদিন পর।
সমস্ত নির্যাস ফেলে নিশ্চিন্তে
নির্বিঘ্নে, সেও চেয়েছিলো কাটাতে বহু বছর!
তারপর অনন্ত শান্তির বার্তা দিয়েছিলো মন,
পরম আত্মার সাথে মিলনের ক্ষণ।


One Comment
জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদী
বাহ, খুব সুন্দর