কবিতা

কবিতা- সুখ

সুখ
– সীমা চক্রবর্তী

 

 

কি এমন পূণ্য করেছো যে —
সুখ চাওয়ার স্পৃহা জাগে ?
তোমার বুকে একরোখা জলন্ত সূর্য
জ্বলছে আর জ্বালাচ্ছে সবুজের অংশ
ঘুমের চাদরে চোখ ঢেকে অনন্ত নিশিযাপন…

সব কিছুই তো দৃশ্যমান—
তবু শূন্যতার খোঁজে পেরিয়ে এসেছো এক-একটা মাইলফলক,
যেখানে জন্ম মৃত্যু… মূল্যহীন।

ডুবে যেতে যেতে খড়কুটো ভেবে আঁকড়েছ অন্বয়
এ ভাবে কি… সুখ পাবে…?
সমস্ত উত্তর তোমার বোধগম্যের বাইরে….
উন্মুক্ত চেতনার প্রবাহে তোমার স্বত্বা আদিকাল যাবৎ
শিকড় ছড়িয়েছে মহাশূন্য জুড়ে,
বুক ভরা ক্ষত নিয়েও মুখের হাসি অম্লান।

নিকোটিনের ঠোঁটে লেগে থাকা চুম্বনের স্বর্গীয় সুখ
নিজস্ব সাধনায় খোঁজ তুমি তাকে
আকাশের ভোঁ কাট্টা ঘুড়ির মতোই বেসামাল!
ক্ষয় করা জীবন জয় করবে কি ভাবে ?
অদ্ভুত!
তার চেয়ে ভালো অপেক্ষা করা
নিভে আসা নক্ষত্রের ছায়ায়
মোম গলা পার্থিব সত্যে…
পেলেও পেতে পারো তোমার কাঙ্ক্ষিত মৃত্যুলোক।

Loading

Leave A Comment

You cannot copy content of this page