কবিতা- বরাভয়

স্বাগতম
– সঞ্জিত মণ্ডল

 

 

বিদায় বিশের বিশ সাল আর স্বাগত নতুন একুশ,
বিষের অনল জ্বালিয়ে দিয়েছে জ্বলেছি অহর্নিশ।
চেনা পৃথিবীটা হঠাৎ করেই বদলে গিয়েছে জানো,
এন আর সি আর কৃষি কানুনের ভাতেই বিষ মাখানো!
লকডাউনেই পরিযায়ী যারা বেঘোরে হারায় প্রাণ,
ক্ষুধা আর শ্রমে হাঁটে পরিযায়ী মালগাড়ি নেয় জান।
অচেনা শব্দ দূরত্ব বিধি মুখ ঢাকা মুখোশে,
বিষের বাঁশিতে প্রাণ হারিয়েছে কতো অসহায় মানুষে।
মানুষ যখন বিষে দিশেহারা উম্পুন ঝড় আসে,
লাখো লোক সব গৃহহীন হয় লাখো গাছ শুয়ে ত্রাসে।
ভাইরাস আর উম্পুন ঝড়ে বাঙালি বিষম লড়ে,
বিশসাল অভিশাপ বয়ে আনে বিশ্বের ঘরে ঘরে।
নিরলস লড়ে বিশ্ববাসীরা রাজ্য ও দেশ পাশে,
নষ্ট জীবন তবু্ও লড়াই বেঁচে থাকবার আশে।

মহীরুহ কতো পতন হয়েছে রাজনীতি ক্রীড়াঙ্গনে,
সংস্কৃতি ও শিল্পকলা আর বিজ্ঞান জগতও জানে।
রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর সৌমিত্র অভিনেতা,
সোমেন মিত্র, দেবেশ রায় আর অলোকরঞ্জন তথা।
মানবেন্দ্র ও পিকে ব্যানার্জি আর চুনী গোস্বামী,
নক্ষত্র পতনে বাংলার আকাশ শূন্য হয়েছে জানি।
কতো চিকিৎসক স্বাস্থ্য কর্মী নার্স ও সাফাইদার,
সেবা দিয়ে তারা চলে গেছে দূরে কেউ ফিরবে না আর।
প্রয়াত হয়েছে পুলিশ কর্মী সরকারি আধিকারিক,
প্র‍য়াত হয়েছে চিত্রগ্রাহক আর অনেক সাংবাদিক।
সত্তর ছুঁই রমনী দুজন বাংলার কান্ডারী,
রাস্তায় নেমে দিনরাত খাটে তাদের শ্রদ্ধা করি।
সব ধাক্কাই সামাল দিয়েছে তবু সকলেই ক্ষতি চায়,
প্রশংসা আর করে নাকো কেউ হিংসায় জ্বলে যায়।
দুইটি মেয়ে সে দুর্গার মতো রুখে দাঁড়িয়েছে আগে,
হাসি মমতায় এটাই প্রাপ্তি নারী শক্তিই জাগে।।
বিশসাল কেড়ে নিয়েছে অনেক শিখিয়েছে কিছু কম নয়,
বিদায় বিশ আর স্বাগত একুশ, একুশ আনুক বরাভয়।।

Loading

One thought on “কবিতা- বরাভয়

  1. বরাবরের মতো একরাশ ভালো লাগা। শুভেচ্ছা আর শুভ কামনা অন্তর থেকে। ধন্যবাদ আলাপী মন, ধন্যবাদ আলাপী মন এর সকল ভাই বোন। নিরন্তর পাশে থাকার প্রয়াসে নিরলস প্রচেষ্টা।

Leave A Comment